L O A D I N G

বিক্রিকিত ওয়েবসাইট

ওয়েবসাইট ফ্লিপিং বিষয়টা অনেকটা  রিয়েল এস্টেট ব্যবসার মতো, সেখানে যেমন একটা জমি নির্বাচন করে তার উপর বাড়ি তৈরি করে জমির উপযোগ বৃদ্ধির মাধ্যমে তা বিক্রি করা হয়, ঠিক তেমনি ওয়েবসাইট ফ্লিপিং ব্যবসায় একটি ওয়েবসাইট তৈরি করে সেটিতে বিভিন্ন  ফিচার  যুক্ত করে তা থেকে ইনকাম জেনারেট করে পরবর্তীতে বিক্রি করে দেওয়া হয়। এখানে ওয়েবসাইটটিই বিক্রয়যোগ্য একটি পণ্য।

আমার এই পর্যন্ত যে ওয়েবসাইট বিক্রি হয়েছে  –